প্রায় দেড় মাস ধরে বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা বন্ধ রেখেছে ওমান। বিভিন্ন মহলের ভিন্ন ভিন্ন অনুমান থাকলেও নিশ্চিত করে ভিসা চালু হওয়া না হওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকার এফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে ভিসা চালু হওয়ার ব্যাপারে ইতিবাচক আভাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্সংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
তিনি বলেন, ওমানে বাংলাদেশি শ্রমিক যাওয়ার বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারে সরকার কাজ করছে। ইতোমধ্যে ওমানের সঙ্গে এ বিষয়ে বিস্তর আলোচনা হচ্ছে। অচিরেই ওমানে কর্মী পাঠানোর বিষয়টি সুরাহা হবে বলে আশা করা যাচ্ছে।
এদিন সদ্যই উন্মুক্ত হওয়া মালদ্বীপের শ্রমবাজার নিয়েও মন্তব্য করেন সচিব। বলেন, মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় সেখানে কাজের সুযোগ অনেক বাড়বে। তবে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না। এর আগে চার বছর ধরে বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নেয় মালদ্বীপ সরকার। ফলে বাংলাদেশ থেকে নতুন করে অদক্ষ শ্রমিক দেশটিতে কাজ পাবার সুযোগ তৈরি হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post