ভারত ও ওমানের মধ্যে চলতি বছরের প্রথম নয় মাসে ৩৭০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। এর মধ্যে ভারত থেকে ওমানে রফতানি হয়েছে ১৯০ কোটি ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০% বেশি। ওমান থেকে ভারতে রফতানি হয়েছে ১৮০ কোটি ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩% বেশি। এ বাণিজ্যকে দেশ দুটির মধ্যকার শক্তিশালী অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা আগামীতে আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অ্যারাবিয়ান বিজনেস জানিয়েছে, নয়াদিল্লিতে ভারতীয় নেতাদের সঙ্গে সুলতান হাইথাম বিন তারিকের যে বৈঠক হয়েছে তা দেশ দুটির বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে ভূমিকা রাখবে। এছাড়া বিনিয়োগ ও সহযোগিতার মাধ্যমে বর্তমান কৌশলগত অংশীদারত্ব আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, ওমান ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের আকার ২০২৩ সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত ১৪৪ কোটি ৭০ লাখ ওমানি রিয়াল বা ৩৭০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে ওমান থেকে ভারতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ কোটি ৯২ লাখ ১৮ হাজার ওমানি রিয়াল বা ১৮০ কোটি ডলারে। এ সময় মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ভারত জ্বালানি তেল, খনিজ পণ্য, এলএনজি, পলিথিন, প্রোপিলেট, অ্যালুমিনিয়াম ও ইউরিয়া আমদানি করেছে।
অন্যদিকে ভারত থেকে ওমান আমদানি করেছে ৭৪ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ওমানি রিয়াল বা ১৯০ কোটি ডলারের পণ্য, এর অধিকাংশ ছিল চাল, মোটর জ্বালানি, প্রাকৃতিক পেট্রল, গম, যানবাহনের যন্ত্রাংশ (ইগনিশন কন্ট্রোল) ও আকরিক লোহা।
চলতি বছরের জুন পর্যন্ত ওমানে ভারতীয় বিনিয়োগ এসেছে ৩৭ কোটি ৮৪ লাখ ওমানি রিয়াল। গত বছর ১ হাজার ৭৪৪টি ভারতীয় কোম্পানি ওমানে মোটি ২৮ কোটি ১০ লাখ ওমানি রিয়াল বিনিয়োগ করেছিল। ভারতীয় বিনিয়োগগুলো মূলত শিল্প, নির্মাণ, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, জ্বালানি তেল ও গ্যাস, খনি, খনন, শিক্ষা, কৃষি, মৎস্য, পর্যটন ও স্বাস্থ্য খাতে এসেছে।
গত নভেম্বরে অনুষ্ঠিত হয়ে যাওয়া উন্নত দেশগুলোর জোট জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজক ভারত অতিথি হিসেবে ওমানকে আমন্ত্রণ জানিয়েছিল। ওমান জি২০ জোটের সদস্য দেশ না হওয়া সত্ত্বেও ভারতের এ আমন্ত্রণ দেশ দুটির মধ্যকার উষ্ণ কূটনৈতিক সম্পর্কের দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত জানুয়ারিতে ওমান-ভারত অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হওয়ার পর মাসকট ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে। তবে ভারতে ওমানের রাষ্ট্রদূত ইসা বিন সালেহ আল শাইবানি বলেছেন, ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দেশ দুটি একসঙ্গে কাজ করে যাচ্ছে। ভারত ও ওমানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু ১৯৫৫ সালে।
ইসা বিন সালেহ আল শাইবানি বলেন, ‘১৯৫৫ সালের পর থেকে কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে আমাদের অনেক অর্জন রয়েছে। ২০২১-২২ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক প্রায় ১ হাজার কোটি ডলার বেড়েছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post