আগামী পহেলা অক্টোবর থেকে বিশ্বের ১২ টি দেশের মোট ১৬ টি শহরে পূর্বের মতো স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে ওমানের জাতীয় বাহক ওমান এয়ার। বিমান সংস্থা জানিয়েছে, ওমানের ভিতরে মাস্কাট ছাড়া লন্ডন, ইস্তাম্বুল, ফ্রাঙ্কফুর্ট, কায়রো, মুম্বাই, দিল্লি, কোচি, দুবাই, দোহা, দার আস সালাম, জাঞ্জিবার, কুয়ালালামপুর, ম্যানিলা, লাহোর এবং ইসলামাবাদে তাদের ফ্লাইট পরিচালনা করবে।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ!
বিমান সংস্থা জানিয়েছে, যাত্রীদের সুরক্ষা নিশ্চিতে ভ্রমণের সময় বিস্তৃত সুরক্ষা কর্মসূচী চালিয়ে যাবে বলে জানিয়েছে ওমান এয়ার। প্রতিটি ফ্লাইটের পরে সাবধানতার সাথে বিমানের সকল সরঞ্জাম জীবাণুমুক্ত করা হবে। সেইসাথে খাবারের পরিষেবা আরও সুরক্ষা নিশ্চিত করা সহ যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আরও বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানানো হয়েছে। নির্ধারিত ফ্লাইটগুলির ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে বিমানবন্দরের ওয়েবসাইটের, কল সেন্টার অথবা ট্রাভেল এজেন্টদের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ওমান এয়ার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post