ভারত সফর শেষ করে দেশে ফিরেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। ভারত ত্যাগের আগে নরেন্দ্র মোদী ও সুলতানের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়েছে। এছাড়া নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে। দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম ভারত সফর করলেন সুলতান হাইথাম, তার এবারকার সফরে ভারত ও ওমানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও পোক্ত হয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিব সুলতানের সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন। এই সফরে তথ্যপ্রযুক্তি, সংস্কৃতি, অপরাধ ও জঙ্গি মোকাবেলায় একাধিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ধোফার বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভাষা শিক্ষা সংক্রান্ত একটি চেয়ার স্থাপনের চুক্তিও সম্পন্ন হয়।
এর আগে ভারত সফরে আসা ওমানের সুলতান হাইথাম বিন তারিককে শনিবার আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি ভবনে সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে দিল্লির হায়দরাবাদ হাউসে মোদীর সাথে সাক্ষাত করেন সুলতান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post