হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড ইসরাইলি সৈন্যদের ওপর একটি ‘ব্যাপক বিধ্বংসী’ হামলা চালিয়েছে। হামাস দাবি করেছে যে এই হামলায় অন্তত ১০ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী এই হামলায় কতজন নিহত হয়েছে তা নিশ্চিত করেনি, তবে তারা স্বীকার করেছে যে হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সৈন্য আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গাজা সিটির সুজাইয়া এলাকায় এ হামলায় চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে।
বাহিনীটি আরো জানিয়েছে, তারা গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় চারটি ইসরাইলি মারকাভা ট্যাংকে এবং চারটি সৈন্যবাহী যানে হামলা চালিয়েছে। ‘এ আক্রমণে আমাদের যোদ্ধারা আল-ইয়াসিন ১০৫ রকেট ব্যবহার করেছে,’ জানায় কাসসাম ব্রিগেড।
পাল্টা দাবি ইসরাইলি সেনাবাহিনীর। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সৈন্যরা গাজায় হামলা অব্যাহত রেখেছে। গত দিনে তারা বিশেষ করে সুজাইয়া ও জাবালিয়ার উত্তরাংশে এবং খান ইউনিসের দক্ষিণাংশে হামলা চালানো হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজার গত দিনে ইসরাইলি হামলায় ‘অনেক সন্ত্রাসী’ নিহত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, একটি ঘটনায় তারা বুঝতে পারেন যে হামাস সৈন্যরা তাদের সৈন্যদের পর্যবেক্ষণ করছে। পরে তাদের (হামাস) ওপর গুলি চালিয়ে নির্মূল করা হয়। অপর ঘটনায় রাতভর অভিযান চালিয়ে একটি স্কুলে হামাসের সুজাইয়া ব্যাটালিয়নকে ধ্বংস করা হয়।
অন্যদিকে, খান ইউনিসের ব্যাটালিয়ন অভিযান অব্যাহত রেখেছে এবং গ্রেনেড ও রাইফেলসহ বিভিন্ন ধরনের অস্ত্র খুঁজে পেয়েছে। ধ্বংস করা হয়েছে দুটি খাদ, একটি রকেট নিক্ষেপের পিট ও অস্ত্রাগার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post