ওমানে মহামারী করোনায় ৩৩ বছর বয়সী এক ওমানি নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে মৃত্যু ব্যক্তির আত্মার প্রতি শান্তি ও তার পরিবারকে ধৈর্যধারণের জন্য প্রার্থনা করা হয়েছে।
আজকের মৃত্যু সহ ওমানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১জন। ওমানে করোনাভাইরাসের কোভিড-১৯ এ আক্রান্ত নতুন ৭৪ জনকে শনাক্ত করেছে আজ। যাদের মধ্যে ৩৫জন প্রবাসী এবং ৩৯ জন ওমানি নাগরিক। সবমিলিয়ে ওমানে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩৪৮ জন এবং সুস্থ হয়েছেন ৪৯৫ জন।
ওমানের স্বাস্থ্যমন্ত্রী জানান, “দেশটিতে এখন পর্যন্ত ৪০ হাজার নাগরিকের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে দেশটিতে ভাইরাস কখন শীর্ষে পৌঁছাবে তা বলা মুশকিল। তাই আমাদের সবসময় সর্তকতা অবলম্বন করতে হবে। একই সাথে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”
https://www.youtube.com/watch?v=H320x19a9VA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post