রক্ত পরীক্ষা হলো একটি নির্ভরযোগ্য পদ্ধতি যার মাধ্যমে শরীরের বিভিন্ন সমস্যার সঠিক নির্ণয় করা যায়। রক্ত পরীক্ষার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, রক্তের উপাদান, হরমোন, পুষ্টি উপাদান, রাসায়নিক পদার্থ ইত্যাদির মাত্রা পরিমাপ করা হয়। এছাড়াও রক্ত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রোগের দ্রুত নির্ণয় ও চিকিৎসা শুরু করা সম্ভব হয়।
নিয়মিত রক্ত পরীক্ষা করলে আপনি আপনার শারীর সম্পর্কে অবগত থাকতে পারবেন। মূলত রক্ত পরীক্ষা আপনার সামগ্রিক শারীরিক সুস্থতার ট্র্যাক রাখার সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে একটি। নিয়মিত বিরতিতে পরীক্ষা করা আপনাকে বুঝতে সাহায্য করবে যে সময়ের সাথে সাথে আপনার শরীর কীভাবে পরিবর্তিত হয়। চলুন জেনে নিই কেন নিয়মিত রক্ত পরীক্ষা করা জরুরি।
হার্টের সমস্যা
নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার হার্টের অসুখের ঝুঁকি আছে কি না সেটিও আগে থেকেই জানা সম্ভব। চিকিৎসকদের মতে, হার্টের রোগ যে কোনো বয়সেই হতে পারে। এছাড়া পরিবারের কারো যদি হার্টের সমস্যা থাকে, তাহলে অবশ্যই নিয়মিত পর্যবেক্ষণে থাকা উচিত।
লিপিড প্রোফাইল
এই পরীক্ষাটির মাধ্যমে আমরা দুই ধরনের কোলেস্টেরল সম্পর্কে জানতে পারি।
১। উচ্চ-ঘনত্বের লাইপোপ্রোটিন (HDL), বা ‘ভালো’ কোলেস্টেরল
২। কম ঘনত্বের লাইপোপ্রোটিন (LDL), বা ‘খারাপ’ কোলেস্টেরল
এইচডিএল ‘ভালো’ কারণ এটি আপনার রক্ত থেকে ক্ষতিকারক পদার্থগুলিকে অপসারণ করে এবং লিভারকে বর্জ্যের মধ্যে ভেঙে দিতে সাহায্য করে। এলডিএল ‘খারাপ’ কারণ এটি আপনার ধমনীতে ফলক তৈরি করতে পারে, আপনার হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
থাইরয়েড প্যানেল
থাইরয়েড গ্রন্থি কতটা ভালোভাবে কাজ করছে তা দেখতে থাইরয়েড প্যানেল ব্যবহার করা হয়। এই গ্রন্থিটি অনেক শারীরিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। থাইরয়েডের অস্বাভাবিক কার্যকারিতা- যেমন আন্ডারঅ্যাক্টিভ থাইরয়েড (হাইপোথাইরয়েডিজম) বা অত্যধিক সক্রিয় থাইরয়েড (হাইপারথাইরয়েডিজম) অনেক উপসর্গের দিকে নিয়ে যেতে পারে। এ জন্য নিয়মিত রক্ত পরীক্ষা করা উচিত।
ডায়াবেটিস পরীক্ষা
ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে প্রতিদিন খাওয়ার আগে ও পরে দু’বার নিয়ম মেনে রক্তে শর্করার পরিমাণ মাপা জরুরি। এতে আপনি জানতে পারবেন পরবর্তীতে আপনাকে কী করতে হবে।
লিভারের কার্যকারিতা পরীক্ষা
আপনার লিভারের কার্যকারিতা সম্পর্কে জানতে নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। লিভারের অন্যতম প্রধান কাজ হলো শরীরের বিভিন্ন টক্সিন ভেঙে ফেলা। আপনার লিভার এক ধরনের ডিটক্সিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করে। আপনার লিভারের মধ্যে যে সমস্যাগুলো হতে পারে তা আপনার রক্ত পরীক্ষায় পাওয়া যেতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post