অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ২৪ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে তিন জন বাঙালি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়টি শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ আছেন। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি জানান, সমুদ্রপথে মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা বলে উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে রোহিঙ্গা নাগরিকদের বের করে বিভিন্ন যায়গায় রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ জনকে সেখান থেকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিন জন বাঙালি।
তিনি বলেন, পুলিশের কয়েকটি দল এখনো পাচারকারীদের ধরতে মাঠে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আদালতের মাধ্যমে তাদের নিজ নিজ আশ্রয় শিবিরে পাঠানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post