কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য চালু হয়েছে নতুন নিয়ম। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে কাগজে ছাপা ড্রাইভিং লাইসেন্স পাল্টে ইলেকট্রনিক বা ই-ড্রাইভিং লাইসেন্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন একটি প্রশাসনিক রেজ্যুলুশন অনুমোদন দেয়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়। কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছেন। রেজ্যুলুশন মতে দ্রুততার সাথে প্রবাসীদের অনলাইন ড্রাইভিং লাইসেন্স এর জন্য নিবন্ধন করতে হবে। এ সময় বিকল্প হিসেবে কাগজের লাইসেন্স কার্যকর থাকবে।
ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা জেনারেল ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। অভিবাসীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সরকারি অ্যাপ ‘সাহেল’-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের লাইসেন্স নবায়ন করতে পারবেন। অ্যাপের মধ্যে ‘কুয়েত মোবাইল আইডি’ বিভাগটি নতুন লাইসেন্সগুলো চালু করবে।
এছাড়া বাসিন্দারা ‘কুয়েত মোবাইল আইডি’ অ্যাপের মাধ্যমে তাদের লাইসেন্সের মেয়াদ ও বৈধতা পরীক্ষা করতে পারবেন। সিদ্ধান্ত অনুযায়ী লাইসেন্সে সবুজ চিহ্ন দিয়ে মেয়াদের বৈধতা এবং লাল চিহ্ন দিয়ে মেয়াদ উত্তীর্ণের সংকেত দেয়া হবে। তবে পণ্যবাহী ট্রাক চালকেরা এই পদক্ষেপের অন্তর্ভুক্ত হবেন না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post