হামাসের সুরঙ্গ নেটওয়ার্কের কারণে ইসরাইলি বাহিনী গাজায় স্থল অভিযানে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। হামাসকে নির্মূলের নামে বর্বরতা চালালেও, ইসরাইলের নিজেদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সম্প্রতি, একটি ভুল হামলায় ইসরাইলি সেনাবাহিনী নিজেদেরই ২০ জন সেনা সদস্যকে হারিয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রকাশিত তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় স্থল অভিযান পরিচালনাকারী ইসরাইলি সেনাদের একটি দল নিজেদের ওপর ‘ভুল করে’ হামলা (ফ্রেন্ডলি ফায়ার ও অন্যান্য দুর্ঘটনা) চালিয়েছে। এতে অন্তত ২০ সেনা নিহত হয়েছেন।
ইসরাইলি বাহিনীর ওই দলটিতে অন্তত ১০৫ জন সেনা ছিল জানিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, নিহত সেনাদের মধ্যে ১৩ জন নিজেদের ছোড়া গুলিতে নিহত হয়েছে। তাদের ওপর বিমান হামলা, ট্যাংক ও গুলি ছোড়া হয়েছে।
হামাসের জন্য পাতা ফাঁদে পড়ে ইসরাইলি বাহিনীর সদস্যরা প্রাণ হারিয়েছেন। আইডিএফ বলছে, ওই ইউনিটের সদস্যরা নিজেদের ‘চিনতে না পেরে’ গুলি চালিয়েছে। এছাড়া, বিমান হামলায়ও নিজেদের সেনাকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post