ওমানের ধোফারে অ্যারাবিয়ান গেজেল শিকারের দায়ে চার ব্যক্তিকে কঠোর সাজা দিয়েছে আদালত। হরিণ আকৃতির বিরল এই প্রাণিটি শিকার ও হত্যার দায়ে অভিযুক্ত ওই চার ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড এবং ১ হাজার ওমানি রিয়াল জরিমানা করা হয়েছে।
ওমানে অ্যারাবিয়ান গেজেল শিকার এবং হত্যা করা বণ্য আইনে নিষিদ্ধ। সালালার আপিল আদালতে অভিযোগটি উত্থাপনের পর এই অপকর্মের জন্য আসামীদের দোষী সাব্যস্ত করা হয়, পরে সকল প্রমাণাদি বিবেচনায় অভিযুক্তদের সাজা দিয়ে রায় শোনায় আদালত। চার আসামীর প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড, আর্থিক জরিমানা ছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সরঞ্জাম বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়।
অ্যারাবিয়ান গেজেল বা অ্যারাবিয়ান স্যান্ড গেজেল দেখতে সাধারণ হরিণের মতই। বিশ্বে সংখ্যার দিক থেকে এরা খুব বেশি নেই। অ্যারাবিয়ান মরুভূমির এবং সিরিয়া মরুভূমিতে এদের উল্লেখযোগ্য বসবাস। এছাড়াও তুর্কি এবং ওমানের কিছু অঞ্চলে মাঝেমধ্যেই দেখতে পাওয়া যায়। এর আগে ওমানে বন্যপ্রাণী সংরক্ষণে কঠোর আইন বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়েছে। তাই প্রচলিত আইন ভাঙলে কঠোর শাস্তির হুশিয়ারি দিয়ে সবাইকে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশটির পরিবেশ বিভাগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post