ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের পরিবর্তে চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। কুয়াশার কারণে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় এসব ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি। সকাল আটটা থেকে কুয়াশা কিছুটা কমে আসায় এসব ফ্লাইট আবার ঢাকায় ফিরে আসতে শুরু করে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার দিবাগত রাত দুইটার পর থেকে ঘন কুয়াশা ছিল। এরপর কুয়াশা বাড়তে থাকে। আর এ জন্য ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, ১টি ছিল কার্গো বিমান। তবে সকাল আটটার পর থেকে আবার এসব উড়োজাহাজ ফেরত আসতে শুরু করে।
মোহাম্মদ কামরুল ইসলাম জানান, অভ্যন্তরীণ ফ্লাইটগুলো দিনের বেলা পরিচালিত হয়। আজ সকালে এসব ফ্লাইটের কোনো সমস্যা হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post