রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির সঙ্গে কারাগারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে দাবি করেছেন তাঁর আইনজীবীরা। নাভালনিকে রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১৫০ মাইল পূর্বে অবস্থিত একটি শাস্তি কেন্দ্রে রাখা হয়েছিল। গত ১১ ডিসেম্বর থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, চরমপন্থী গোষ্ঠী সৃষ্টি, চরমপন্থী কার্যকলাপে অর্থায়ন সহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় গত আগস্টে নাভালনিকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে এর আগেই তিনি জালিয়াতির অভিযোগে সাড়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।
নাভালনির সমর্থকেরা দাবি করেন, তাঁর গ্রেপ্তার এবং কারাদণ্ড রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনাকে দমন করার জন্য একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা।
সোমবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছেন, কারাগারের ভেতর গুরুতর স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত বিরোধী নেতার সঙ্গে আইনজীবীরা বেশ কয়েকবার দেখা করতে চেয়েও ব্যর্থ হয়েছেন। প্রতিবারই কারা কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে—৪৭ বছর বয়সী নাভালনি তাঁর জন্য নির্ধারিত কক্ষে অনুপস্থিত ছিলেন।
অ্যাক্স মাধ্যমে ইয়ারমিশ আরও জানিয়েছেন, গত ছয় দিন ধরেই নাভালনির কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁকে সর্বশেষ ‘আইকে-৬’ নামে একটি শাস্তি কেন্দ্রে বন্দী করা হয়েছিল।
সোমবার (১১ ডিসেম্বর) একটি ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির হওয়ার কথা ছিল নাভালনির। তবে কারা কর্তৃপক্ষ নাভালনির দলকে বলেছে, কারাগারে বিদ্যুতের সমস্যার কারণে তিনি শুনানির জন্য উপস্থিত হতে পারেননি।
ইয়ারমিশ বলেছেন, ‘আমরা যে আলেক্সিকে খুঁজে পাচ্ছি না তা বিশেষ উদ্বেগজনক। কারণ গত সপ্তাহে তিনি তার সেলে অসুস্থ হয়ে পড়েছিলেন। মাথা ঘুরে মেঝেতে পড়ে গিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘এটি কী ছিল, আমরা জানি না। তবে তাকে খাবার থেকে বঞ্চিত করা হয়েছিল। বায়ু চলাচলের কোনো পথ নেই এমন একটি কক্ষে তাকে রাখা হয়েছিল এবং তার হাঁটার সময় সীমিত করা হয়েছিল। তাকে দেখে ক্ষুধার্ত উদভ্রান্ত মনে হয়েছিল।’
তবে ওই ঘটনার পর আইনজীবীরা নাভালনির সঙ্গে দেখা করলে তিনি তাঁর অবস্থা তুলনামূলকভাবে ভালো বলে জানিয়েছিলেন।
রাশিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনামলকে চ্যালেঞ্জ করে আসা একমাত্র ব্যক্তি হলেন আলেক্সি নাভালনি। তিনি বিগত দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার রাজপথে সরকার বিরোধী বিক্ষোভ সংগঠিত করে আসছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post