বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ ভারত সফরে আসছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। বুধবার (১৩ ডিসেম্বর) থেকে শুরু হওয়া সফরে ভারত ছাড়াও সিঙ্গাপুর সফর করবেন তিনি। রয়েল কোর্টের দেওয়ান এই বিষয়ে একটি বিবৃতি জারি করে বলেছে, সুলতানের এই সফরের ফলে দুই বন্ধুপ্রতিম দেশের সাথে ওমানের বিদ্যমান সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে।
সফরে ওমান এবং এসব দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে। সাম্প্রতিক সময়ে ওমানের সামরিক প্রশিক্ষণের অংশ হয়ে ওমানের বন্ধুদেশের তালিকায় নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে ভারত। ওমানে বাংলাদেশিদের পরই প্রবাসীদের সংখ্যায় ভারতীয়দের অবস্থান।
এদিকে সুলতানের সঙ্গী হিসেবে উপ-প্রধানমন্ত্রী শিহাব বিন তারিক আল সাইদ, মন্ত্রী খালিদ বিন হিলাল আল বুসাইদি, পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি, ওমান বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল সালাম বিন মোহাম্মদ আল মুর্শিদিসহ সরকারী উচ্চ-পদস্থ কর্মকর্তারা সফরে যাবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post