ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মিজানুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মিজানুর রহমান বর্তমানে কানাডায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওমানের বর্তমান রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের স্থলাভিষিক্ত হবেন। এ ব্যাপারে ওমানে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ার মুঠোফোনে প্রবাস টাইমকে বলেন “সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে, ওমানে নতুন রাষ্ট্রদূত আসতেছেন এটা সঠিক।” ওমান থেকে পরবর্তীতে কোন দেশে যাচ্ছেন এমন প্রশ্ন করলে রাষ্ট্রদূত বলেন, “এখনো সরকারি ভাবে কোনো ঘোষণা আসেনি, এটা প্রেস রিলিজের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।”
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে ওমান ফ্লাইট পরিচালনার অনুমোদন
ওমানের নতুন রাষ্ট্রদূত মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ১৯৮৫ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। এরপর থেকে পেশাদার কূটনীতিক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
আরো দেখুনঃ প্রবাসের সব গুরুত্বপূর্ণ খবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post