পবিত্র আল কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক। মুসলিম দেশগুলোর ক্ষোভের প্রেক্ষাপটে দেশটি এই পদক্ষেপ নিয়েছে।
ডেনমার্কের পার্লামেন্ট বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) একটি আইন পাস করে, যাতে পবিত্র কোরআন পোড়ানো অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইন পাসের ফলে ডেনমার্কে কেউ যদি কোরআন পোড়ায়, তাহলে তাকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা জরিমানা অথবা উভয়ই হতে পারে।
গত জানুয়ারিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র আল কোরআন পোড়ানো হয়। এ ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, রাসমুস পালুদান নামের এক ব্যক্তি। তিনি ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।
ওই ঘটনায় মুসলিম দেশগুলো ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। এমন প্রেক্ষাপটে দেশটি পবিত্র আল কোরআন পোড়ানো বন্ধের সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার আইনটি পাসের আগের ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ জন সংসদ সদস্য আইনটির পক্ষে ভোট দেন। অপরদিকে আইনের বিপক্ষে ভোট পড়ে ৭৭টি।
ডেনমার্কের নতুন আইনের ফলে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ হিসেবে বিবেচিত হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। তিনি বলেন, এই আইনের উদ্দেশ্য হলো ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post