ওমানে জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা পর্যবেক্ষণে শহরের বাসাবাড়িতে অভিযান চালু রেখেছে মাস্কাট কর্তৃপক্ষ। একইসময়ে রাস্তাঘাটের পাশে এবং জনগুরুত্বপূর্ণ এলাকার হোটেল রেস্তোরাগুলোতেও অভিযান চালাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় কুরিয়াতের একাধিক বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া অন্তত একটি বাড়িতে অনিরাপদ পরিবেশে লন্ড্রি ব্যবসার প্রমাণ পেয়ে সেটি বন্ধ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মাস্কাট মিউনিসিপ্যালিটি জানায়, নিয়মিত বাসাবাড়ি পরিদর্শন এবং স্বাস্থ্য ও নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে রয়্যাল ওমান পুলিশের সহযোগিতায় কুরিয়াতে অভিযান চালানো হয়। এসময় একটি বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে কাপড় ধোয়া ও শুঁকাতে দেখা গেলে বাড়িটি সীজ করে আভিযানিক দল। এছাড়া লন্ড্রি কাজে ব্যবহৃত যন্ত্রপাতিও জব্দ করা হয়। যারা এই কাজে জড়িত ছিলেন তাদের হেফাজতে এনে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে অপর এক অভিযানে কুরিয়াতেই একটি রেস্টুরেন্টের খাবারে জ্যান্ত ইঁদুর পাওয়ার ঘটনা ঘটে। স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সেই রেস্তোরাটিও সীলগালা করে দেয় প্রশাসন। বলা হয়, জনস্বার্থ বিবেচনায় চলমান এই অভিযান সামনেও অব্যাহত থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post