বাংলাদেশ থেকে মোটরসাইকেল করে ওমরা পালন করতে যাচ্ছেন চট্টগ্রামের ভ্রমণ প্রিয় তরুণ মাসদাক চৌধুরী। তিনি বর্তমানে দুবাইতে অবস্থান করছেন। সফর সঙ্গী হিসেবে আছেন তার স্ত্রী মালিহা। চট্টগ্রামের হাটহাজারীর এই তরুণ ইতোমধ্যে ৮ দেশের ১৬ হাজার কিলোমিটারের ও বেশি দুর্গম পথ অতিক্রম করে। গত ১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান তিনি।
১১ই আগস্ট চট্টগ্রাম থেকে ওমরা পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তিনি। যাত্রাকালে পাকিস্তানে ২৬ দিন ভারতে ১৪ দিন, আফগানিস্তানে ১২ দিন, তাজিকিস্তানে ১১ দিন, উজবেকিস্তানে ৪ দিন, ইরানের ২৬ দিন ও বর্তমানে আমিরাতে ১৮ দিন অতিবাহিত করছেন। প্রতিটি দেশ তিনি সড়কপথে পাড়ি দিলেও কেবল আরব দেশে সড়ক সুবিধা না থাকায়, তাকে পানিপথ ব্যবহার করতে হয়েছে মোটরসাইকেল পারাপারে।
মোটরসাইকেল নিয়ে দেশ থেকে এতটা পথ তিনিই এই প্রথম পাড়ি দিয়েছেন। ভ্রমণের কারণে বিভিন্ন দেশের গণমাধ্যমেও উঠে এসেছেন এই দম্পতি, পেয়েছেন ভালোবাসা। এদিকে, দুবাইয়ের রাস্তায় চট্টমেট্রো নম্বর প্লেট দেখে রীতিমতো অবাক হয়েছেন অনেকে।
ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে মাসদাক চৌধুরী বলেন, যখন আমি যে দেশে ট্রাভেল করেছি লোকাল লোকজন যারা আছে তাদের সঙ্গে যখনই আমার দেখা হচ্ছে আমি চেষ্টা করছি নিজের দেশ সম্পর্কে বলার। এক এক দেশের কালচার, ট্রেডিশন একেক রকম। নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। এখন প্রত্যেকটা শহরে আমার খুব ভালো বন্ধু তৈরি হয়েছে। এত মানুষের ভালোবাসা পেয়ে এবং এতটা পথ অতিক্রম করতে পেরে আমি খুবই আনন্দিত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post