সৌদি আরবের সংস্কৃতি ও সঙ্গীতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল বিশ্বখ্যাত হেভি মেটাল ব্যান্ড মেটালিকা। ১৪ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য সাউন্ডস্ট্রম মিউজিক ফেস্টিভ্যালে প্রথমবারের মতো সৌদি আরবে শো করবে মেটালিকা।
এক ইনস্টাগ্রাম পোস্টে যুক্তরাষ্ট্রের ব্যান্ডটি জানিয়েছে, ‘২০২৩ সাল এখনো শেষ করিনি, এর মধ্যে আমাদের সামনে দারুণ এই সুযোগ এসেছে। বিশ্বের এই প্রান্তে আমরা শো করিনি, খুব একটা যাওয়াও হয়নি।’
সাউন্ডস্ট্রম মিউজিক ফেস্টিভ্যালে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে গাইবে মেটালিকা। সৌদি আরবের রাজধানী রিয়াদে ১৪ থেকে ১৬ ডিসেম্বর তিন দিনের উৎসবের আয়োজন করছে মিডল বিস্ট মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি।
উৎসবের উদ্বোধনী রাতে পরিবেশনা নিয়ে মঞ্চে থাকবে মেটালিকা। ‘এম ৭২’ নামে মেটালিকার বৈশ্বিক সংগীতসফরের অংশ হিসেবে এই শোতে থাকছে জনপ্রিয় ব্যান্ডটি। ব্যান্ডের একাদশতম অ্যালবাম ৭২ সিজনস–এর সঙ্গে মিলিয়ে সংগীতসফরের নামকরণ করেছে মেটালিকা।
মেটালিকা ছাড়া এই উৎসবে ক্রিস ব্রাউন, ফারেল উইলিয়ামস, ডেভিড গুয়েটাসহ বেশ কিছু বিশ্ব তারকাকে এই উৎসবে পাওয়া যাবে। এলিসা, হাকিম, মজিদ আল মোহানদিস, ওমাইমা তালেব, ডালিয়া মুবারাকম রুবি, ন্যান্সি আজরাম, আহমেদ সাদসহ বেশ কিছু আরব তারকাও থাকছেন।
২০১৯ সাল থেকে প্রতিবছর এই উৎসবের আয়োজন করছে মিডল বিস্ট মিউজিক। গত বছর প্রায় ছয় লাখ শ্রোতা উৎসবটি উপভোগ করেছেন।
সৌদি আরবে হেভি মেটাল ব্যান্ডকে খুব একটা গাইতে দেখা যায় না। গত বছর সৌদি আরবে প্রথমবার কোনো হেভি মেটাল ব্যান্ডকে গান করতে দেখা গেছে। ‘কমিক কন অ্যারাবিয়া’ কনসার্টে গান করেছিল সৌদি আরবের মেটাল ব্যান্ড ইমমরটাল পেইন।
সৌদি আরবের সংস্কৃতি ও সঙ্গীতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল বিশ্বখ্যাত হেভি মেটাল ব্যান্ড মেটালিকা। ১৪ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য সাউন্ডস্ট্রম মিউজিক ফেস্টিভ্যালে প্রথমবারের মতো সৌদি আরবে শো করবে মেটালিকা।
এক ইনস্টাগ্রাম পোস্টে যুক্তরাষ্ট্রের ব্যান্ডটি জানিয়েছে, ‘২০২৩ সাল এখনো শেষ করিনি, এর মধ্যে আমাদের সামনে দারুণ এই সুযোগ এসেছে। বিশ্বের এই প্রান্তে আমরা শো করিনি, খুব একটা যাওয়াও হয়নি।’
সাউন্ডস্ট্রম মিউজিক ফেস্টিভ্যালে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে গাইবে মেটালিকা। সৌদি আরবের রাজধানী রিয়াদে ১৪ থেকে ১৬ ডিসেম্বর তিন দিনের উৎসবের আয়োজন করছে মিডল বিস্ট মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি।
উৎসবের উদ্বোধনী রাতে পরিবেশনা নিয়ে মঞ্চে থাকবে মেটালিকা। ‘এম ৭২’ নামে মেটালিকার বৈশ্বিক সংগীতসফরের অংশ হিসেবে এই শোতে থাকছে জনপ্রিয় ব্যান্ডটি। ব্যান্ডের একাদশতম অ্যালবাম ৭২ সিজনস–এর সঙ্গে মিলিয়ে সংগীতসফরের নামকরণ করেছে মেটালিকা।
মেটালিকা ছাড়া এই উৎসবে ক্রিস ব্রাউন, ফারেল উইলিয়ামস, ডেভিড গুয়েটাসহ বেশ কিছু বিশ্ব তারকাকে এই উৎসবে পাওয়া যাবে। এলিসা, হাকিম, মজিদ আল মোহানদিস, ওমাইমা তালেব, ডালিয়া মুবারাকম রুবি, ন্যান্সি আজরাম, আহমেদ সাদসহ বেশ কিছু আরব তারকাও থাকছেন।
২০১৯ সাল থেকে প্রতিবছর এই উৎসবের আয়োজন করছে মিডল বিস্ট মিউজিক। গত বছর প্রায় ছয় লাখ শ্রোতা উৎসবটি উপভোগ করেছেন।
সৌদি আরবে হেভি মেটাল ব্যান্ডকে খুব একটা গাইতে দেখা যায় না। গত বছর সৌদি আরবে প্রথমবার কোনো হেভি মেটাল ব্যান্ডকে গান করতে দেখা গেছে। ‘কমিক কন অ্যারাবিয়া’ কনসার্টে গান করেছিল সৌদি আরবের মেটাল ব্যান্ড ইমমরটাল পেইন।
সৌদি আরবের সংস্কৃতি ও সঙ্গীতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল বিশ্বখ্যাত হেভি মেটাল ব্যান্ড মেটালিকা। ১৪ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য সাউন্ডস্ট্রম মিউজিক ফেস্টিভ্যালে প্রথমবারের মতো সৌদি আরবে শো করবে মেটালিকা।
এক ইনস্টাগ্রাম পোস্টে যুক্তরাষ্ট্রের ব্যান্ডটি জানিয়েছে, ‘২০২৩ সাল এখনো শেষ করিনি, এর মধ্যে আমাদের সামনে দারুণ এই সুযোগ এসেছে। বিশ্বের এই প্রান্তে আমরা শো করিনি, খুব একটা যাওয়াও হয়নি।’
সাউন্ডস্ট্রম মিউজিক ফেস্টিভ্যালে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে গাইবে মেটালিকা। সৌদি আরবের রাজধানী রিয়াদে ১৪ থেকে ১৬ ডিসেম্বর তিন দিনের উৎসবের আয়োজন করছে মিডল বিস্ট মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি।
উৎসবের উদ্বোধনী রাতে পরিবেশনা নিয়ে মঞ্চে থাকবে মেটালিকা। ‘এম ৭২’ নামে মেটালিকার বৈশ্বিক সংগীতসফরের অংশ হিসেবে এই শোতে থাকছে জনপ্রিয় ব্যান্ডটি। ব্যান্ডের একাদশতম অ্যালবাম ৭২ সিজনস–এর সঙ্গে মিলিয়ে সংগীতসফরের নামকরণ করেছে মেটালিকা।
মেটালিকা ছাড়া এই উৎসবে ক্রিস ব্রাউন, ফারেল উইলিয়ামস, ডেভিড গুয়েটাসহ বেশ কিছু বিশ্ব তারকাকে এই উৎসবে পাওয়া যাবে। এলিসা, হাকিম, মজিদ আল মোহানদিস, ওমাইমা তালেব, ডালিয়া মুবারাকম রুবি, ন্যান্সি আজরাম, আহমেদ সাদসহ বেশ কিছু আরব তারকাও থাকছেন।
২০১৯ সাল থেকে প্রতিবছর এই উৎসবের আয়োজন করছে মিডল বিস্ট মিউজিক। গত বছর প্রায় ছয় লাখ শ্রোতা উৎসবটি উপভোগ করেছেন।
সৌদি আরবে হেভি মেটাল ব্যান্ডকে খুব একটা গাইতে দেখা যায় না। গত বছর সৌদি আরবে প্রথমবার কোনো হেভি মেটাল ব্যান্ডকে গান করতে দেখা গেছে। ‘কমিক কন অ্যারাবিয়া’ কনসার্টে গান করেছিল সৌদি আরবের মেটাল ব্যান্ড ইমমরটাল পেইন।
সৌদি আরবের সংস্কৃতি ও সঙ্গীতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল বিশ্বখ্যাত হেভি মেটাল ব্যান্ড মেটালিকা। ১৪ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য সাউন্ডস্ট্রম মিউজিক ফেস্টিভ্যালে প্রথমবারের মতো সৌদি আরবে শো করবে মেটালিকা।
এক ইনস্টাগ্রাম পোস্টে যুক্তরাষ্ট্রের ব্যান্ডটি জানিয়েছে, ‘২০২৩ সাল এখনো শেষ করিনি, এর মধ্যে আমাদের সামনে দারুণ এই সুযোগ এসেছে। বিশ্বের এই প্রান্তে আমরা শো করিনি, খুব একটা যাওয়াও হয়নি।’
সাউন্ডস্ট্রম মিউজিক ফেস্টিভ্যালে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে গাইবে মেটালিকা। সৌদি আরবের রাজধানী রিয়াদে ১৪ থেকে ১৬ ডিসেম্বর তিন দিনের উৎসবের আয়োজন করছে মিডল বিস্ট মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি।
উৎসবের উদ্বোধনী রাতে পরিবেশনা নিয়ে মঞ্চে থাকবে মেটালিকা। ‘এম ৭২’ নামে মেটালিকার বৈশ্বিক সংগীতসফরের অংশ হিসেবে এই শোতে থাকছে জনপ্রিয় ব্যান্ডটি। ব্যান্ডের একাদশতম অ্যালবাম ৭২ সিজনস–এর সঙ্গে মিলিয়ে সংগীতসফরের নামকরণ করেছে মেটালিকা।
মেটালিকা ছাড়া এই উৎসবে ক্রিস ব্রাউন, ফারেল উইলিয়ামস, ডেভিড গুয়েটাসহ বেশ কিছু বিশ্ব তারকাকে এই উৎসবে পাওয়া যাবে। এলিসা, হাকিম, মজিদ আল মোহানদিস, ওমাইমা তালেব, ডালিয়া মুবারাকম রুবি, ন্যান্সি আজরাম, আহমেদ সাদসহ বেশ কিছু আরব তারকাও থাকছেন।
২০১৯ সাল থেকে প্রতিবছর এই উৎসবের আয়োজন করছে মিডল বিস্ট মিউজিক। গত বছর প্রায় ছয় লাখ শ্রোতা উৎসবটি উপভোগ করেছেন।
সৌদি আরবে হেভি মেটাল ব্যান্ডকে খুব একটা গাইতে দেখা যায় না। গত বছর সৌদি আরবে প্রথমবার কোনো হেভি মেটাল ব্যান্ডকে গান করতে দেখা গেছে। ‘কমিক কন অ্যারাবিয়া’ কনসার্টে গান করেছিল সৌদি আরবের মেটাল ব্যান্ড ইমমরটাল পেইন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post