জীবনে নানা রকম বিপদ আসতে পারে। এর মধ্যে হারানো জিনিসপত্র একটি উল্লেখযোগ্য ঘটনা। হারানো জিনিসপত্র উদ্ধারে আইনি সহায়তা নেওয়ার প্রয়োজন হতে পারে। আইনি সহায়তার প্রাথমিক ও সাধারণ একটি বিষয় হচ্ছে জেনারেল ডায়েরি বা জিডি। জিডি করার মাধ্যমে হারানো জিনিসপত্রের আইনগত রেকর্ড সংরক্ষণ করা হয়। এছাড়াও, জিডির মাধ্যমে পুলিশকে হারানো জিনিসপত্রের সন্ধানে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়।
অনেক সময় কারও বিরুদ্ধে অভিযোগ জানাতেও জিডি করা হয়ে থাকে। এটা সাধারণত থানায় গিয়ে সরাসরি করতে হয়। কিন্তু এখন দেশের যেকোনো নাগরিক ঘরে বসে অনলাইনে সাধারণ ডায়েরি বা জিডি করতে পারবেন। জানতে পারবেন তার সর্বশেষ অবস্থাও।অনলাইনে যোগাযোগ করতে পারবেন তদন্তকারী কর্মকর্তার সঙ্গে। অনলাইনে জিডির কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি অন্যকে পাঠানোও যাবে সহজে।
জিডি করার নিয়ম
অনলাইনে জিডি করতে প্রথমে জিডি ডট পুলিশ ডট গভ ডট বিডি (gd.police.gov.bd) ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে প্রদর্শিত পাতায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, মোবাইল ফোন নম্বর ও জন্মতারিখ পূরণ করতে হবে। এরপর পরিচয় নিশ্চিতের জন্য আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে একটি ওটিপি বা কোড যাবে।
তারপর আবেদনকারীর নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন, সেটি নির্বাচন করতে হবে। ধাপে ধাপে জিডির ধরন ও কী হারানো গেছে বা খুঁজে পাওয়া গেছে ইত্যাদি নির্বাচন করতে হবে। এরপর কোন জেলার কোন থানায় বা মহানগরের কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করতে হবে।
ঘটনার সময় ও স্থান লিখে ‘পরবর্তী ধাপ’ বাটনে ক্লিক করতে হবে। সর্বশেষ আবেদনকারীর বর্তমান ঠিকানা ও ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিখতে হবে। জিডি-সম্পর্কিত কোনো নথি (ডকুমেন্ট) থাকলে সেগুলো সংযুক্ত করা যাবে। একটি ই-মেইল আইডি দিতে হবে।এরপর ‘সাবমিট’ (জমা) বাটনে ক্লিক করলে সম্পন্ন হবে অনলাইন জিডির পুরো প্রক্রিয়া। আবেদন সম্পন্ন হলে লগইন করে আবেদনকারী জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন। এ ছাড়া প্লে স্টোরে থাকা অনলাইন জিডি নামের অ্যাপটি ব্যবহার করেও জিডি করা যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post