বাংলাদেশ থেকে যাওয়া প্রবাসী কর্মীদের বড় অংশই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। পাশাপাশি বাড়ছে ওমরাহ যাত্রীর সংখ্যা। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবগুলো গন্তব্যে রয়েছে আকাশপথের টিকিট সংকট। এ অবস্থায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের রুটগুলোতে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান সূত্রে জানা গেছে, অব্যাহত যাত্রী চাহিদা ও ওমরাহ যাত্রী বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। চলমান ফ্লাইটের পাশাপাশি আগামী ২৮ ডিসেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিজি ২৩৫ সরাসরি সিলেট-জেদ্দা রুটে যাত্রা করবে। আর আগামী ২১ ফেব্রুয়ারি থেকে প্রতি বুধবার বিজি ২৩৬ সরাসরি জেদ্দা-সিলেট রুটে যাত্রা করবে।
অন্যদিকে আগামী ২৭ ডিসেম্বর থেকে প্রতি বুধবার সরাসরি সিলেট-মদিনা রুটে যাতায়াত করবে বিজি ২৩৭। এছাড়া আগামী ৯ জানুয়ারি থেকে প্রতি মঙ্গলবার মদিনা-চট্টগ্রাম রুটে যাত্রা করবে বিজি ১৩৮।
কর্মীদের সুবিধায় আগামী ১১ ডিসেম্বর থেকে প্রতি সোমবার একটি অতিরিক্ত ফ্লাইট সরাসরি দুবাই-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ১৩ ডিসেম্বর থেকে প্রতি বুধবার সরাসরি সিলেট-আবুধাবি রুটে যাত্রা করবে বিজি ২২৭ এবং ১৭ ডিসেম্বর থেকে প্রতি রবিবার বিজি ১২৭ সরাসরি চট্টগ্রাম-আবুধাবি রুটে চলাচল করবে। এ ছাড়াও আগামী ৭ জানুয়ারি থেকে প্রতি রোববার একটি অতিরিক্ত ফ্লাইট চট্টগ্রাম-দোহা রুটে যাত্রা করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post