বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে যাত্রীর অসুস্থতার কারণে বুলগেরিয়ার সোফিয়াতে জরুরি অবতরণ করেছে। শুক্রবার (১ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেট হতে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিল।
ফ্লাইটের একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য ফ্লাইটের মধ্যে কোন ডাক্তার আছেন কিনা তা জানতে ককপিট থেকে ঘোষণা করা হয়। এগিয়ে আসেন একজন চিকিৎসক যাত্রী। দেয়া হয় নিরবিচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই।
যাত্রীর শারিরীক অবস্থার আরো অবনতি হলে হাসপাতালে চিকিৎসার পরমর্শ দেন ওই চিকিৎসক। এরপর ক্যাপ্টেন যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে।
ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক জানান, ফ্লাইটর মধ্যে চিকিৎসক যখন জানান যে, রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে, তখনই আমরা ফ্লাইটটি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে ল্যান্ড করানোর সিদ্ধান্ত গ্রহণ করি। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসি’র সাথে যোগাযোগ করে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে রেকর্ড ২৫ মিনিটের মধ্যে অবতরণ করি।
অসুস্থ যাত্রী (৮৪ বছর) সিলেট থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। তার কাছে মেডিক্যাল সার্টিফিকেটে ফিট টু ফ্লাই ছিল। ফ্লাইটের সেকেন্ড ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন এনাম (তিনি বিমানের চিফ অব ফ্লাইট সেইফটি) ও ফার্স্ট অফিসার ছিল এফ ও ইশতি।
বিমানের বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ ফ্লাইট লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছাতে ৩ ঘণ্টা বিলম্ব হয়। কারণ, ফ্লাইটটিতে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সোফিয়াতে ডাইভার্ট করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post