ওমানের মাস্কাট প্রদেশে মহিলাদের হেয়ারড্রেসিং ও সেলুন পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে মাস্কাট কর্তৃপক্ষ। শনিবার মাস্কাট কর্তৃপক্ষ অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “বিউটি পার্লার, মহিলাদের হেয়ারড্রেসিং ও সেলুনগুলির জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে,
সেগুলো হলো :
১. দোকানে গ্রাহকদের সংখ্যা পূর্বের তুলনায় ৫০ শতাংশের বেশি হওয়া যাবেনা।
২. জনাকীর্ণতা এড়াতে কাজের অগ্রাধিকারে দোকানে কর্মীর সংখ্যা অর্ধেক করতে হবে।
৩. একটি চেয়ার থেকে আরেকটি চেয়ারের মাঝে দুই মিটার দূরত্ব রাখতে হবে।
৪. কাপড়ের তোয়ালের পরিবর্তে টিস্যু পেপার ব্যবহার করতে হবে তবে গ্রাহকরা যদি নিজস্ব তোয়ালে নিয়ে আসে তাহলে সেটা ব্যবহার করা যাবে।
৫. ধাতব সরঞ্জামসহ সকল সরঞ্জাম একটি হিট বক্স বা ইউভিএল ডিভাইসে রাখতে হবে।
আরো পড়ুনঃ ঢাকা টু মাস্কাট ফ্লাইটের টিকেট যেভাবে পাবেন
৬. এক হাতে একটি সরঞ্জাম ব্যবহার করতে হবে।
৭. পর্যায়ক্রমে ও নিয়মিত টয়লেট পরিষ্কার করা (প্রতিটি গ্রাহকের ব্যবহারের আগে ও পরে জীবাণুনাশক ব্যবহার করা।
৮. মহিলা শ্রমিক ও ক্লায়েন্টদের খাবার সরবরাহ ও আদান-প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ।
৯. দোকানের জীবাণুনাশকের ফ্রিকোয়েন্সি বাড়ানো।
১০. দরজার হাতল, সিঁড়ি, নগদ সরবরাহকারী, টিভি, এয়ার কন্ডিশনার নিয়ন্ত্রণ ডিভাইস, সার্ভিস চেয়ার, টেবিল, হাত ধোয়া বেসিন, তাক ও ক্যাবিনেটে জীবাণুনাশক ব্যবহার করতে হবে। ১১. ব্যবহৃত সকল সরঞ্জাম, ডিভাইস ও উপকরণগুলো একটি প্লাস্টিকের কভারে রাখতে হবে।
১২, জীবাণুনাশক ব্যবহারের সকল কিছু লিখিত আকারে রাখতে হবে।
১৩. গ্রাহক ও শ্রমিকদের মধ্যে কথোপকথনের আদান-প্রদান সীমিত করতে হবে।” সুত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ এক প্রবাসী রাশেদের কান্নায় কাঁদলেন কোটি মানুষ
https://www.youtube.com/watch?v=Z8ESY2_tqtE&t=88s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post