করোনাভাইরাস মোকাবেলায় প্রায় ১ মাসের বেশি সময় ধরে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ওমানে। দেশটিতে সংক্রামণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। তবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির সুপ্রিম কমিটি জানিয়েছে, ওমানের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুতই খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে সামনের মাসের শুরু দিকেই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
ওমানের রেডিও এবং টেলিভিশনের সরকারী কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সুপ্রিম কমিটির সদস্য ড. আবদুল্লাহ আল হাররাসি বলেছেন, “শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে দেশটির প্রতিটি পরিবারই উদ্বিগ্ন ছিলেন। তাই এই সমস্যা সমাধানে দেশটির সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ওমানে সকলের কাছে গ্রহণযোগ্য হবে এমন সিদ্ধান্ত খুব দ্রুতই নেওয়া হবে।
আরও পড়ুনঃ ‘ওমানে পর্যায়ক্রমে আকাশপথ খুলে দেওয়া হবে’
https://www.youtube.com/watch?v=_2LZqIFmTp4&t=2s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post