ওমানের সালালাহ অঞ্চলে রাস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে আজ। শনিবার দেশটির কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় ধোফার প্রদেশে রাস্তার উপর বিক্রেতাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে।
কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “ধোফারের খাদ্য সুরক্ষা বিভাগ, রয়্যাল ওমান পুলিশ (আরওপি) ও ধোফার পৌরসভার সহযোগিতায় রাস্তার বিক্রেতাদের নির্মূল করার জন্য তাদের এই অভিযান চালানো হচ্ছে। কারণ রাস্তায় বেশিরভাগ বিক্রেতাই অস্বাস্থ্যকর উপায়ে তাদের পণ্য বিক্রয় করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “মন্ত্রণালয় সকলের নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষার জন্য এই ধরনের অভিযান চালিয়ে থাকে। দেশটির সকল নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সকল আইন মেনে চলার প্রতি আহ্বান জানিয়েছে।”
আরো পড়ুনঃ ঢাকা টু মাস্কাট ফ্লাইটের টিকেট যেভাবে পাবেন
অপরদিকে ওমানে পায়ে হেঁটে ঝুঁকিপূর্ণ ওয়াদী (উপত্যকা) পারাপারের অভিযোগে উত্তর আল শারকিয়াহ এলাকায় এক এশিয়ান প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। শনিবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) অনলাইনে জারি করা একটি বিবৃতিতে জানিয়েছেন, “উত্তর আল শারকিয়াহ প্রদেশের উত্তর মুধাইবি এলাকায় এক এশিয়ান প্রবাসী পায়ে হেঁটে ঝুঁকিপূর্ণ উপত্যকা পারাপারের অপরাধে পুলিশ তাকে আটক করে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
উল্লেখ্যঃ ওমানে বৃষ্টির সময় অথবা যেকোনো ঝুঁকিপূর্ণ ওয়াদী পারাপারে পুলিশের পক্ষথেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জনগণের জান মালের নিরাপত্তার জন্য পুলিশ এই আইন করেছে বলে জানিয়েছে আরওপি।
আরো দেখুনঃ ২৫ লাখ টাকা পেয়েও ফেরত দিলেন আমিরাত প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post