হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪ বিমান যাত্রীর কাছ থেকে ৬ কেজি ৯৫৬ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রীদের কাছ থেকে পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড বিস্কুট এবং সোনার অলংকার উদ্ধার করা হয়। অভিযুক্তদের মধ্যে আলী হোসেন ইউএস বাংলায়, জসীম উদ্দিন, লিটু মিয়া এবং মোহাম্মদ জুম্মন খান এমিরেটস এয়ারলাইন্সে করে শাহজালাল বিমানবন্দরে আসেন।
জিয়াউল জানান, বিমানবন্দরে অবতরণ করার পর পায়ুপথে গোল্ড থাকার সন্দেহে এপিবিএন, এনএসআই ও কাস্টমসের যৌথ আভিযানিক দল তাদের আটক করে। পরে উত্তরার হলি ল্যাব ডায়গনেস্টিক সেন্টারে পাঠিয়ে এক্সরে করলে পায়ুপথে স্বর্ণ থাকবার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জানা যায়, মো: আলী হোসেনের কাছ থেকে ৩ টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড, গোল্ড বিস্কুট এবং অলংকার সহ মোট ১ কেজি ৯৪ গ্রাম সোনা, জসীম উদ্দিনের কাছ থেকে ৯ টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড, গোল্ড বিস্কুট এবং অলংকার সহ মোট ২ কেজি ১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। এছাড়া মোহাম্মদ জুম্মন খানের কাছে ১৫৩৪ গ্রাম স্বর্ণ মেলে। আর লিটু মিয়ার কাছ থেকে উদ্ধার হয় ২১৬৪ গ্রাম স্বর্ণ। তাদের কাছ থেকে যে পরিমাণ স্বর্ণ মিলেছে তার বাজারমূল্য আনুমানিক ৭ কোটি টাকা। অভিযুক্ত ওই যত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post