২০ টন ময়লা-আবর্জনা ঘেঁটে হারানো বিয়ের আংটি খুঁজে পেলেন এক দম্পতি। অসাবধানবশত এক মার্কিন নারীর বিয়ের আংটির জায়গা হয় শহরের আবর্জনার স্তূপে।
বুধবার নিউ হ্যাম্পশায়ারের উইনডহ্যাম ট্রান্সফার স্টেশনে ফোন দিয়ে এক নারী জানান, তার বিয়ের আংটি ঘটনাক্রমে বাড়ির ময়লার সঙ্গে আবর্জনার স্তূপে চলে গিয়েছে। পরে সৌভাগ্যক্রমে স্টেশনের কর্মীরা ২০ টন ময়লার মাঝখান থেকে খুঁজে বের করেন ওই আংটিটি। খবর নিউইয়র্ক পোস্টের।
উইনডহ্যাম ট্রান্সফার স্টেশনের কাজ উইনডহ্যাম শহরের বাসিন্দাদের ফেলা ময়লা স্থানান্তর ও পুনর্ব্যবহার উপযোগী করা। স্টেশনের জেনারেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডেনিস সেনিবালডি জানান, নারীটি কিছু তথ্য দিয়েছিলেন। কোন সময় তাঁর স্বামী ময়লা ফেলে গিয়েছিলেন। ময়লার থলেতে কী কী ছিল এবং তার স্বামী ময়লা ফেলার জন্য কি গাড়ি দিয়ে এসেছিলেন ইত্যাদি।
তিনি বলেন, কর্মীরা তারপর আংটিটি খুঁজে বের করতে সেখানে নজরদারির জন্য রাখা ক্যামেরাগুলোর সাহায্য নেন। ওই নারীর স্বামী কখন এখানে এসেছিলেন, ঠিক কোন সময় ময়লাটি ছুড়ে ফেলেন এবং আবর্জনার মধ্যে কোথায় ওটা আছে সেটা আমরা শনাক্ত করতে পারি।
সেনিবালডি বলেন, এটি ট্রেইলারের মধ্যে আবর্জনার ১২ ফুট নিচে ছিল। ব্যাগটি খুঁজে পেতে আমাদের ওই জায়গা পর্যন্ত ময়লা সরাতে হয়। পুরো ট্রেইলারে প্রায় ২০ টন ময়লা ছিল। আংটিটি আংশিকভাবে লাল রঙে ঢাকা ছিল বলে জানা যায়। ময়লার থলে থেকে এটি পড়েও গিয়েছিল।
এটি নিয়ে দুই বছরের মধ্যে তৃতীয়বারের মতো কোনো বিয়ের আংটি উইনডহ্যামের আবর্জনার স্তূপে হারাল। কর্মীরা প্রত্যেকটিই খুঁজে বের করেন। এর আগের ঘটনা প্রায় এক বছর আগে ঘটেছিল।
সেনিবালডি পাতার স্তূপে একটি নির্দিষ্ট পাতার সন্ধান করার সঙ্গে আংটির সন্ধানের তুলনা করেন। কারণ, সেখানে সবকিছু একই রকম দেখাচ্ছিল।
তিনি বলেন, আমি আংটিটি পরিষ্কার করে তাকে (ওই নারীকে) ডাকি। বুধবার আংটিটি হারানোর পর তার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু শুক্রবারে সেটি ফিরে পাওয়ার পর আনন্দে ভেসে যান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post