মেটা তার ফেসবুক প্ল্যাটফর্মে নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ৪ হাজার ৭৮৯টি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো, প্রতারণা করা ও ঘৃণা ছড়ানোর মতো কাজ করা হচ্ছিল। মেটা ভবিষ্যতেও এ ধরনের অ্যাকাউন্ট বন্ধে কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চীনের অপপ্রচার রোধের জন্য ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে এই প্রযুক্তি জায়ান্ট। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মেটা জানায়, চীনের এই প্রভাব বিস্তারের উদ্যোগ ২০২৩ সালের প্রথম তিন মাসের মাথায় শনাক্ত করা হয়েছিল। আমেরিকার রাজনীতি বা চীনের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে ইংরেজিতে বিভিন্ন পোস্ট করেন এই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টধারীরা। এ ছাড়া এক্স (সাবেক টুইটার) থেকে তথ্য নিয়ে মার্কিন রাজনীতির প্রধান দুই প্রতিপক্ষেরই সমালোচনা করেন তাঁরা।
মেটা আরও জানিয়েছে, এই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের নেটওয়ার্ক উদারপন্থি ও রক্ষণশীল দুই ধরনেরই আছে। একে অপরের পোস্টগুলো শেয়ার এবং কিছু পোস্ট এক্স থেকে সরাসরি কপি করে গুজব ছড়ানোর কাজে ব্যবহার করত তারা। ভুয়া রাজনীতিবিদ ও ভুয়া নাম–পরিচয়ে পোস্টগুলো শেয়ার করা হতো।
এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের কার্যকারিতা সম্পর্কে মেটা বলছে, এই পদ্ধতি দলীয় উত্তেজনা বাড়াতে বা রাজনীতিবিদদের সমর্থক বাড়াতে পারে কিনা তা স্পষ্ট না। তবে এই অ্যাকাউন্টগুলো এমনভাবে বানানো, দেখতে ঠিক আসলের মতো।
প্রযুক্তি জায়ান্টটি জানায়, এ বছর আমেরিকায় চালানো চীনের এমন পাঁচ দফা ভুয়া প্রচারণা প্রতিহত করা হয়েছে। যেটা অন্য দেশের তুলনায় বেশি। তবে এই ভুয়া ফেসবুক নেটওয়ার্কটির জন্য চীনা সরকার বা দেশটির অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করেনি মেটা।
মেটা, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রযুক্তি জায়ান্ট, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে রাশিয়া ভিত্তিক একটি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। এই নেটওয়ার্ক ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তথ্য ছড়িয়ে দিয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post