চোর ভেবে বোরকা পরা এক ব্যক্তিকে আটক করে গ্রামবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
শ্যামনগর, সাতক্ষীরা, বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে গ্রামবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, বাদঘাটা সাবেক ইউপি সদস্য মুজিবর রহমানের বাড়ির সামনে থেকে বোরকা পরা অবস্থায় কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে গ্রামবাসী। তাদের সন্দেহ ছিল, সে চুরি করতে এসেছিল।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, শ্যামনগর সদরের বাদঘাটা সাবেক ইউপি সদস্য মুজিবর রহমানের বাড়ির সামনে থেকে বোরকা পরা অবস্থায় কামরুল ইসলামকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। তাদের সন্দেহ সে চুরি করতেই এসেছিল।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে তার দুই বউ। ছোট বউ বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় বোরকা পরে তাকে খুঁজতে এসেছিল সে। ইতোপূর্বে থানায় তার বিরুদ্ধে কোন চুরি অভিযোগের রেকর্ড নেই। তবে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে। আমরা আরও জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post