ওমানের সুলতান হাইথাম বিন তারেকের নতুন মন্ত্রীপরিষদে স্থান পেয়েছেন দুইজন নারী। সুলতানের যুগান্তকারী নতুন এই মন্ত্রীপরিষদ নিয়ে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভুয়ুসি প্রশংসা করা হচ্ছে। গতকাল (২৬-আগস্ট) ওমানের আল বারকা রাজ প্রাসাদে নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান সুলতান হাইতাম বিন তারিখ।
নতুন মন্ত্রীরা হলেন, সুলতানের বিশেষ উপদেষ্টা হিসেবে সাইয়্যেদ মনসুর বিন মাজিদ আল-সাইদ।
সংস্কৃতি, ক্রীড়া ও যুবমন্ত্রী হিসেবে বর্তমান সুলতানের ছেলে সাইয়্যিদ থেয়াজিন বিন হাইথাম আল সাইদ।
ওমানের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বর্তমান সুলতানের চাচাতো ভাই সাইয়্যেদ তাইমুর বিন আসাদ আল সাইদ।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইয়িদ বদর বিন হামাদ বিন হামদ আল বুসাইদী।
অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান বিন সেলিম বিন সাইদ আল হাবসি।
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
তথ্যমন্ত্রী ডাঃ আবদুল্লাহ বিন নাসির বিন খলিফা আল হাররাসি।
গৃহায়ন ও নগর পরিকল্পনা মন্ত্রী ডাঃ খালফান বিন সাইদ বিন মুবারক আল শুয়াইলী।
উচ্চ শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন মন্ত্রী ডাঃ রাহমা বিনতে ইব্রাহিম বিন সাইদ আল মাহরোকি।
পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইঞ্জি. সাইদ বিন হামুদ বিন সাইদ আল মাওওয়ালি।
বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ মন্ত্রী কাইস বিন মোহাম্মদ বিন মুসা আল ইউসেফ।
সমাজ কল্যাণ মন্ত্রী লায়লা বিনতে আহমেদ বিন আওয়াদ আল নাজ্জার।
শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ডঃ মাহাদ বিন সাইদ বিন আলী বাউয়াইন।
আরো পড়ুনঃ ওমানের মোট প্রবাসী সংখ্যা জেনে নিন
আরো দেখুনঃ পুনরায় ওমান যেতে আরওপি’র ছাড়পত্র লাগবে
সুত্রঃ ওমান ডেইলি
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
আরো দেখুনঃ ওমানে শ্রমিকদের অধিকার রক্ষায় আসছে নতুন আইন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post