বিমানে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত বহির্গমনের জন্য প্রতিটি বিমানেই জরুরি বহির্গমন দরজা রাখা হয়। তবে, বিমানবন্দর কিংবা মাঝ আকাশে যাত্রীদের অস্বাভাবিক আচরণের কারণে এ দরজা খুলে ফেলার ঘটনাও ঘটতে দেখা যায়।
সম্প্রতি এমন আরেকটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ অরলেন্সের লুইস আর্মস্ট্রং আন্তর্জাতিক বিমানবন্দরে। উড্ডয়নের অপেক্ষায় থাকা একটি বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে সেটির ডানায় উঠে গিয়েছিলেন এক যাত্রী। পরে ডানা থেকে নামিয়ে তাকে আটক করা হয়।
সিএনএনের বরাতে খালিজ টাইমসের এক প্রতিবেদন বলছে, ৩৮ বছর বয়সী ওই যাত্রী মানসিক ভারসাম্যহীন। গত রোববার সাউথওয়েস্ট এয়ারলাইনসের আটলান্টাগামী একটি বিমানে ওঠেন তিনি।
ওই বিমানে থাকা প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, উড্ডয়নের আগে হঠাৎ করেই বিমানের দুই যাত্রীকে বাগবিতণ্ডায় জড়াতে দেখেন তিনি। এরপরই তাদের একজন জরুরি বহির্গমন দরজা খুলে বাইরে লাফ দেন এবং বিমানের পাখায় উঠে পড়েন। পরে বিমান সংস্থার ক্রুরা এসে তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় বিমানটির উড্ডয়নে প্রায় দুই ঘণ্টা দেরি হয়, যার প্রভাব পরের বেশ কিছু ফ্লাইটের শিডিউলেও পড়ে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post