ওমানের সুলতান কাবুস বিন সাঈদের মৃত্যুর দীর্ঘ ৭ মাস পর দেশটির নতুন সুলতান হাইথাম বিন তারেক নতুন মন্ত্রীসভা গঠন করলেন। বুধবার (২৬-আগস্ট) ওমানের আল বারকা রাজ প্রাসাদে সুলতানের সভাপতিত্বে নতুন মন্ত্রীপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান সুলতান হাইথাম বিন তারেক। বৈঠকের শুরুতে সুলতান সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে দেশের উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় সুলতান জানান, ওমানের ভিশন ২০৪০ এর সাথে সামঞ্জস্যপূর্ণ ও দেশের উন্নয়নমূলক অর্থনীতি গঠনে সকলকে এক হয়ে কাজ করতে হবে। জাতীয় অর্থনীতির প্রতিযোগিতামূলক সম্ভাবনা ও দেশের প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। নতুন মন্ত্রীপরিষদের সদস্যদের স্বাগত জানান সুলতান। নতুন মন্ত্রীরা দেশের কাজে মনোনিবেশ করবে এবং দেশের অর্থনীতি, বিনিয়োগ ও ব্যবসাকে সক্রিয় করার দায়িত্ব নিয়ে দেশের উন্নয়নের নিজেদের সবসময় এগিয়ে রাখবেন এমনটাই প্রত্যাশা করেন সুলতান।
আরো পড়ুনঃ পুনরায় ওমান যেতে আরওপি’র ছাড়পত্র নিতে হবে
করোনা মহামারীতে স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে কথা বলতে গিয়ে মহামান্য সুলতান হাইথাম বিন তারিখ বলেন, ওমানের করোনা মোকাবেলায় সুপ্রিম কমিটির নেতৃত্ব যথেষ্ট প্রশংসনীয়। দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের সহযোগিতা ও মহামারীর নেতিবাচক প্রভাবগুলি হ্রাসে তাদের ভূমিকারও প্রশংসা করেন।
দেশের একীভূত শিক্ষা পদ্ধতি নিয়ে সুলতান জানান, “আমরা ‘একীভূত শিক্ষা’ পদ্ধতিকে বেশ গুরুত্বের সাথে দেখছি। শিক্ষাব্যবস্থায় জড়িত সকল কর্তাব্যক্তিকে তাদের কাজে আরো মনোনিবেশ করার জন্য আহ্বান জানাই।” অন্য আরেক বিবৃতিতে, সুলতান ওমানের নাগরিক ও ব্যবসায়ীদের জন্য সরকার প্রদত্ত পরিষেবাদিগুলি আরো সহজ করতে পরিষেবা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরামর্শ দেন। সুত্রঃ ওমান ডেইলি
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
আরো দেখুনঃ ওমানে শ্রমিকদের অধিকার রক্ষায় আসছে নতুন আইন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post