হাটহাজারীতে বাসার সেপটি ট্যাংকের পানিতে পড়ে এক দুবাই প্রবাসীর ছয় বছর বয়সী শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মাসুম ইবনে ইছা (৬)।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার ফটিকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, হাটহাজারী পৌরসভার ফটিকা ৬ নং ওয়ার্ডস্থ জমাদার বাড়ির দুবাই প্রবাসী মো.আবদুল্লাহ আল মাসুমের জমজ দুই সন্তানের মধ্যে এক সন্তান ইছা খেলা ধুলা করার সময় বাড়ির পাশে নতুন তৈরী করা একটি ট্যাংকে পড়ে যায়। দীর্ঘক্ষণ ইছার সাড়া শব্দ না পেয়ে পরিবারের সকলে তাকে খোঁজতে থাকে। এক পর্যায়ে ওই ট্যাংকের জমানো পানিতে ইছাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ পানিতে ডুবে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বাবা প্রবাসী মাসুমের নিকট আত্নীয় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাকের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রবাস টাইমকে রাত সাড়ে আটটার দিকে জানান, “মঙ্গলবার রাত ১০ টার দিকে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post