লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক, বিপদগ্রস্ত, অসহায় এবং পাচারের শিকার ১৪৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বুরাক এয়ারের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা -আইওএম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরে আসার পর প্রত্যেক বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা করে দেয়া হয়েছে। নিজ এলাকায় ফিরে প্রতিবেশী ও আত্মীয়দের কাছে লিবিয়ায় আটক থাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরতে তাদের উদ্বুদ্ধ করেন কর্মকর্তারা। এর আগে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ফেরত আসার অপেক্ষায় থাকা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া পরবর্তী দুইটি ফ্লাইটে ত্রিপলী এবং বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক আরও ৩২০ বাংলাদেশি দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে লিবিয়ায় বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বলা হয়, লিবিয়ায় বিপদে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে পাঠাতে আইওএম এবং লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post