কুয়েতের সর্বোচ্চ আদালত রোববার সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জাররাহ আল-সাবাহকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি সামরিক বাহিনীতে আর্থিক অনিয়মের দায়ে দোষী সাব্যস্ত হন। রবিবার (২৬ নভেম্বর) আপিল বিভাগ এ রায় দেয়।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল–মোবারক আল–সাবাহকে আত্মসাৎকৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়। যদিও দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৯ সালে আইনপ্রণেতারা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদের বিরুদ্ধে অনাস্থা ভোট করায় শেখ জাবের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন।
তিনি ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রী পদে ছিলেন। সরকারের পদত্যাগের পর তখনকার প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবাহ আল–আহমেদ এক বিবৃতিতে বলেন, সামরিক তহবিলের প্রায় ২৪ কোটি দিনারের (৭৭ কোটি ৮৬ লাখ ডলার) আর্থিক অনিয়মের দায় এড়াতে মন্ত্রিসভা পদত্যাগ করেছে।
এর আগে ২০২২ সালের মার্চে অর্থ আত্মসাতের অভিযোগ থেকে শেখ জাবের ও শেখ খালিদকে বেকসুর খালাস দেওয়া হয়। পরে কুয়েতের কৌঁসুলিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post