মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা চালু করলো ওমানের মার্কিন দূতাবাস। মঙ্গলবার (২৫-আগস্ট) মার্কিন দূতাবাস মাস্কাট জানিয়েছে যে, এখন থেকে নিম্নে উল্লেখিত ক্যাটাগরিতে অনলাইনে ভিসা আবেদন করতে পারবে।
এখন থেকে নন অভিবাসী ট্যুরিস্ট অথবা ব্যবসায়ী ইন্টার্ভিউ ওয়েভার (IW) প্রোগ্রামের অধীনে যোগ্যতা অর্জনকারী B1/B2, F-1, M-1 এবং J-1 ক্যাটাগরিতে ভিসা আবেদন করতে পারবেন। আইডাব্লু প্রোগ্রামের জন্য যোগ্য হওয়ার জন্য, একজন আবেদনকারীকে B1/B2, F-1, M-1 এবং J-1 ভিসা নবায়নের জন্য পুনরায় আবেদন করতে হবে। এফ, জে এবং এম এর জন্য আবেদনকারীদেরকে www.ustraveldocs.com/om ওয়েবসাইটের DS-160 ফর্মটি পূরণ করতে বলা হয়েছে এবং অনলাইনের মাধ্যমে ফি পরিশোধ করতে বলা হয়েছে দূতাবাস থেকে।
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
আবেদন করে ফি পরিশোধ করার পর আবেদনকারীর ইমেইলে একটি ডকুমেন্ট পাঠানো হবে এবং উক্ত ডকুমেন্টস নিয়ে দূতাবাসের ড্রপ-বাক্সে জমা দিতে হবে। শুধুমাত্র সোমবার সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ড্রপ-বাক্স খোলা থাকবে। ড্রপ-বক্সে জমা দিতে হবে মানি রিসিট, ডিএস-১৬০ নিশ্চিতকরণ পত্র, অরিজিনাল পাসপোর্ট, সাম্প্রতিক তোলা (2″ X 2″ in size) সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ছবি ও আবেদন ফর্ম।
আরো দেখুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post