দখলদার ইসরায়েলের একটি বেসরকারি কোম্পানির ট্যাংকার জব্দ করে উপকূলে নিয়ে গেছে ইয়েমেন। যে সামুদ্রিক পথে ইসরায়েলি ওই ট্যাংকার জব্দের ঘটনার কথা জানা যাচ্ছে, সেখানে গত কয়েকদিনে এ ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে।
ইয়েমেনে নিয়ে যাওয়া ওই ট্যাংকারটির নাম সেন্ট্রাল পার্ক ভেসেল। যুক্তরাজ্যভিত্তিক একটি ইসরায়েলি কোম্পানি এটির মালিক। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর আগে ট্যাংকারটিকে হুদেইদা বন্দরে নোঙরের জন্য নির্দেশ দিয়েছিল। এ নির্দেশ না মানলে ট্যাংকারে হামলা চালানোর হুমকিও দিয়েছিল তারা। তবে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ ট্যাংকারটিতে বার্তা পাঠিয়ে বলেছিল, তারা যেন হুথিদের হুমকি উপেক্ষা করে। তবে শেষ রক্ষা হয়নি।
শুক্রবারও ভারত মহাসাগরে একটি ইসরায়েলি কার্গো জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। এর দুইদিন পর ইয়েমেনে ইসরায়েলি মালিকানাধীন ট্যাংকার জব্দের ঘটনা ঘটল। এরও এক সপ্তাহ আগে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন অপর একটি বিশাল পণ্যবাহী জাহাজ জব্দ করেছিল।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে। এরপর এ যুদ্ধে যুক্ত হওয়ার ঘোষণা দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুদ্ধের মধ্যে তারা একাধিকবার ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post