ওমানের ভিশন ২০৪০কে সামনে রেখে সেই লক্ষ্যে দেশের প্রশাসনিক কাঠামোর পুনর্গঠনে মহিমান্বিত সুলতান হাইথাম বিন তারিকর প্রশংসা করেছে মিশরের বিভিন্ন গণমাধ্যম। দেশটির আল ওয়াফড পত্রিকা বলেছে যে, ওমান ভিশন ২০৪০’র লক্ষ্যে মহামান্য সুলতানের জারিকৃত সিদ্ধান্তে রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। পত্রিকায় আরও বলা হয়েছে যে, গত ২৩ শে ফেব্রুয়ারি সুলতানের বক্তব্যই নির্ধারণ করেছে ওমানের বর্তমান অবস্থা কতটা উন্নত হতে পারে।
মহামান্য সুলতান তার বক্তব্যে ওমানের প্রশাসনিক কাঠামোর পুনর্গঠনের জন্য যে আইন, পদ্ধতি ও কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তা পূরণ করতে পারলে দেশটির আগামীর ভিশন ২০৪০ লক্ষ্যে অর্জন করতে সক্ষম হবে। পত্রিকাটিতে বলা হয়েছে যে, ১৮ ই আগস্ট মহামান্য সুলতান দেশটিতে নুতন মন্ত্রীর নিয়োগ দিয়েছে। দেশটির প্রশাসনিক কাঠামো পুনর্গঠন, নতুন মন্ত্রী পরিষদ গঠন, পুরনো মন্ত্রীদের বাতিল করণ ও মহিলাদের দেশের কাঠামোতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
মাসর আল আরব সংবাদপত্র বলা হয়েছে যে, ওমানের রয়্যাল ডিক্রিগুলি দেশটির অর্থনীতিকে আরো উন্নত করবে। নতুন ভাবে মন্ত্রীদের নিয়োগে দেশটিতে আগের তুলনায় কার্যক্রম আরো বেড়ে যাবে। যা একটি দেশের উন্নয়নের প্রধান লক্ষ্য। সংবাদপত্রটি ওয়াশিংটন ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত বিশ্লেষণের দিকেও ইঙ্গিত করেছে। যেখানে বলা হয়েছে সুলতান তার শাসনব্যবস্থাকে আরো উন্নত ও সুস্পষ্ট করার জন্য নতুন এই ডিক্রি চালু করেছে।
আল শোরুক পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে, রয়্যাল ডিক্রিগুলিতে কিছু আইন বাতিল, সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা, বিচার ও আইন বিষয়ক মন্ত্রণালয়ের একীভূতকরণ, শ্রম মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও এর সাংগঠনিক অনুমোদনের বিষয়ে একটি ডিক্রি প্রদান করা হয়। এই আদেশে পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠাও অন্তর্ভুক্ত করা হয়েছে। ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের নাম সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ে পরিবর্তন, কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মৎস্য সম্পদ ও জল সম্পদ মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ ওমানের মোট প্রবাসী সংখ্যা জেনে নিন
আরো দেখুনঃ এক ক্লিকেই ওমানের সব খবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post