গ্রিসের উপকূলে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রোববার (২৬ নভেম্বর) এ দুর্ঘটনায় জাহাজের ১৪ জন নাবিক নিখোঁজ রয়েছেন।
গ্রিক কোস্টগার্ড জানায়, ইতিমধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে এখনও ১২ জন। হেলিকপ্টারের মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
গ্রিস কর্তৃপক্ষ জানায়, লবণ পরিবহন করছিল কমোরসের পতাকাবাহী জাহাজটি। মিসরের একটি বন্দর থেকে রওয়ানা দেয় সেটি। গন্তব্য ছিল ইস্তাম্বুল। লেসবস দ্বীপের কাছাকাছি পৌঁছালে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। সাহায্যের জন্য বার্তা পাঠায় ক্রুরা। তবে সহায়তা পৌঁছানোর আগেই ডুবে যায় জাহাজ। নৌযানটির ক্রুদের মধ্যে আটজন মিসরীয়। বাকিরা সিরিয়া ও ভারতের নাগরিক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post