ভারতের রাজধানী দিল্লীর সুলতানপুরী এলাকায় এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ঝগড়ার এক পর্যায়ে এক নারী তার স্বামীর ডান কান কেটে দিয়েছেন। ওই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হলে তা মারামারিতে রূপ নেয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামীর কান কামড়ে দেন স্ত্রী। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার (২৬ নভেম্বর) পুলিশ জানিয়েছে, এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন সেই স্বামী। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র বা উপায় দ্বারা আঘাত করা) অভিযোগের সেই নারীর বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এই বিষয়ে আরও তদন্ত চলছে।
ঘটনার শিকার স্বামী বলেছেন, গত ২০ নভেম্বর আমি সকাল ৯টা ২০ মিনিটে আমার বাসার বাইরে ময়লা ফেলতে যাই। যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে ঘর পরিষ্কার করতে বলি। আমি বাড়ি ফেরার পরেই, আমার স্ত্রী কারণ ছাড়াই আমার সাথে মারামারি শুরু করে।
তিনি পুলিশকে আরও জানান, তার স্ত্রী তাকে বাড়িটি বিক্রি করে একটি অংশ নিজের নামে দিতে বলেছিলেন যাতে সে সন্তানদের সাথে আলাদা থাকতে পারে। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই বিষয়ে আমাদের ঝগড়া শুরু হয়। এমনকি সে আমাকে আঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে দূরে ঠেলে দিয়েছিলাম। এরপর আমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় সে আমাকে পিছন থেকে ধরে আমার ডান কান কামড়ে দেয়। সাথে সাথে আমার কানের এক অংশ কেটে যায়। আমার ছেলে আমাকে চিকিৎসার জন্য মঙ্গোলপুরীর সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, হাসপাতালের কর্মীদের কাছ থেকে একটি হামলার তথ্য পায় পুলিশ। তারা ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। কিন্তু ভুক্তভোগী অসুস্থ থাকায় তিনি থানায় এসে তার বক্তব্য দিতে পারেননি। তাই পুলিশ তাকে থানায় এসে লিখিত অভিযোগ দিতে অনুরোধ করে। ২২ নভেম্বর, ভুক্তভোগী থানায় এসে লিখিত অভিযোগ দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post