ওমানে এই বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির সকল ধরনের পণ্য উৎপাদনের দাম আগের বছরের এই সময়ের তুলনায় প্রায় ১৭.৪ শতাংশ হ্রাস পেয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্যবিষয়ক কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, তেল ও গ্যাস সামগ্রীর দাম ২০.৩ শতাংশ হ্রাস পেয়েছে এবং তেল বিহীন পণ্যের দাম কমেছে ৩.১ শতাংশ। সেইসাথে খনন, বিদ্যুৎ ও পানি উৎপাদনের দাম কমেছে ১.৯ শতাংশ।
এছাড়াও যন্ত্রপাতি ও সরঞ্জামাদি পণ্যের দাম কমেছে ৭.৮ শতাংশ, অন্যান্য স্থাবর পণ্যের দাম কমেছে ৪.৯ শতাংশ ও দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ০.৮ শতাংশ । তবে দেশটির খাদ্য, পানীয় ও বস্ত্রের দাম বেড়েছে ৫.৭ শতাংশ। খাদ্য, পানীয়, মাছ, ফল, শাকসবজি ও তেলের দাম বেড়েছে ৫.৬ শতাংশ, রেডিমেড পোশাক, টেক্সটাইল ও জুতার দাম বেড়েছে ০.৭ শতাংশ।
এদিকে দেশটিতে রাসায়নিক পণ্যের দাম কমেছে ৮.৪ শতাংশ, পেইন্ট, ফার্মাসিউটিক্যাল পণ্যগুলির দাম কমেছে ৩.৩ শতাংশ, রাবার ও প্লাস্টিকের পণ্যের দাম কমেছে ৬.৬ শতাংশ, কাঠ ও কাগজের পণ্য দাম কমেছে ২.৩ শতাংশ। এছাড়াও গ্লাস, সিমেন্ট এবং মার্বেল পণ্য ও ফার্নিচার, সোনা দাম কমেছে ০.৮ শতাংশ ও আয়রন-অ্যালুমিনিয়াম পণ্যগুলির দাম কমেছে ১২.৬ শতাংশ।
আরো পড়ুনঃ ওমানের মোট প্রবাসী সংখ্যা জেনে নিন
আরো দেখুনঃ এক ক্লিকেই ওমানের সব খবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post