মহামারী করোনা প্রাদুর্ভাবে দীর্ঘদিন পর পুনরায় কর্মব্যস্ততা শুরু হয়েছে ওমানের মাস্কাট আন্তর্জাতিক এয়ারপোর্টে। গত কয়েকদিন যাবত বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়মিত বিশেষ ফ্লাইট যাচ্ছে দেশটিতে। আজ রবিবার (২৩-আগস্ট) বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৭ টি যাওয়ার কথা রয়েছে। মাস্কাট এয়ারপোর্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ওমান। সংবাদে বলা হয়েছে যে, বাংলাদেশ থেকে আজ চারটি বিশেষ ফ্লাইট ওমানের মাস্কাট আন্তর্জাতিক এয়ারপোর্টে যাবে। মাস্কাট এয়ারপোর্টের দেওয়া তথ্য অনুযায়ী আজকের ফ্লাইট সহ মোট ৭ টি বিশেষ ফ্লাইট বাংলাদেশ থেকে ওমানে গেছে।
আরো পড়ুনঃ করোনায় ওমানে প্রাণ হারালেন ৫৫ বাংলাদেশী
বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমানে আগত ফ্লাইটগুলির মধ্যে রয়েছে ভারতের দিল্লি ও হায়দ্রাবাদ থেকে মোট ৪টি ফ্লাইট। সংযুক্ত আরব আমিরাত (দুবাই) থেকে দুইটি, কাতার থেকে তিনটি, বাংলাদেশ থেকে ৪টি, বাহরাইন, মিশর, পাকিস্তান, লুক্সেমবার্গ, বসনিয়া ও হার্জেগোভিনা থেকে একটি ফ্লাইট ওমানের মাস্কাট এয়ারপোর্টে যাওয়ার কথা রয়েছে আজ। সেইসাথে ওমানের আভ্যন্তরীণ রুটে ৬টি ফ্লাইট পরিচালনা করার কথা জানিয়েছে মাস্কাট এয়ারপোর্ট।
আরো দেখুনঃ প্রবাস টাইম বুলেটিন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post