রংপুরের সানজিদা আক্তার স্মৃতির কাছে বিয়ে ছিল অর্থ উপার্জনের একটি সহজ উপায়। মাত্র ১৯ বছর বয়সেই তিনি চারবার বিয়ে করেছেন। প্রতিটি বিয়ের পর স্বামীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে গেছেন তিনি। এরপর পাঠিয়ে দিয়েছেন ডিভোর্স লেটার। তবে এবার আর রক্ষা পাননি। ধরা পড়েছেন পুলিশের হাতে।
রংপুর জেলার বদরগঞ্জের সানজিদা আক্তার স্মৃতি সর্বশেষ বিয়ে করেন এক ব্যবসায়ীকে। বিয়ের তিন মাসের মাথায় এক সন্ধ্যায় তিনি প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরে ওই ব্যবসায়ী স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন।
কেরানীগঞ্জ মডেল থানায় ভুক্তভোগীর করা মামলার তদন্ত করতে গিয়ে গতকাল বুধবার (২২ নভেম্বর) সানজিদাকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার মাকেও গ্রেপ্তার করা হয়েছে।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন কবীর জুয়েল বলেন, সংসার করার উদ্দেশ্যে নয়, সানজিদার বিয়ে করার একমাত্র লক্ষ্য অর্থ উপার্জন। এর আগেও তিনি তিনটি বিয়ে করেছেন। তিন স্বামীর সঙ্গে একই ঘটনা ঘটিয়েছেন তিনি।
সানজিদাকে গ্রেপ্তারের পর পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, স্বামীর কাছ থেকে চুরি করা ১০ লাখ টাকায় রংপুরে নতুন একটি বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন তিনি। এছাড়াও, তার মা ইউনিয়ন পরিষদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ বলছে, বর হিসেবে তার পছন্দ পঞ্চাশ কিংবা ষাটোর্ধ্ব কোনো পুরুষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post