হজ প্যাকেজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ২০২৩ সালে হজের কোটা পূরণে হিমশিম খেতে হয়েছিল ধর্ম মন্ত্রণালয়কে। ৯ দফা সময় বাড়িয়েও নির্ধারিত কোটা পূরণ করতে না পারায় ফাঁকা থাকা প্রায় পাঁচ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিতে হয়েছিল। তাই এবার আগে থেকেই হজ প্যাকেজ ঘোষণা করার পাশাপাশি নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। গত ১৫ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম শেষ হবে আগামী ১০ ডিসেম্বর।
এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা গত বছরের তুলনায় ৮২ হাজার ৮১৮ টাকা কম। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবার সৌদিতে পরিবহন ব্যয় ও জমজমের পানির দাম সামান্য বাড়লেও মোয়াল্লেম সেবা ও বাড়ি ভাড়া কমেছে। এ ছাড়া বিমান ভাড়াও কমে যাওয়ায় কমেছে হজ প্যাকেজের মূল্য।
২০২৪ সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ প্যাকেজের যে গেজেট প্রকাশ করেছে। তাতে দেখা যায়, এবার বিমান ভাড়া ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা যা আগেরবার ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ১ লাখ ৬৯ হাজার ৪১০ টাকা যা বিগত হজের সময় ছিল ২ লাখ ৪ হাজার ৪৪৪ টাকা। আর ১ লাখ ৬০ হাজার টাকার মোয়াল্লেম সেবা কমে হয়েছে ৬২ হাজার ২৭১ টাকা।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা জানান, বিভিন্ন দেশ হজযাত্রীদের জন্য ভর্তুকি দেয়। এ কারণে সেসব দেশের হজের খরচ তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে অনেক কম। বাংলাদেশ চাইলে হজ যাত্রীদের টিকেটের ওপর ভর্তুকি দিতে পারে। তা হলে খরচ আরও কমবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post