নকল পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। বিশেষ এক অপারেশনে ওই নকল পাসপোর্ট জালিয়াতি সিন্ডিকেটকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রেস কনফারেন্সে দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ এ কথা জানান।
মহাপরিচালক বলেন, স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ‘শিমুল’ নামে পরিচিত জাল পাসপোর্ট কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তবে ৩ বাংলাদেশি গ্রেপ্তারের খবর প্রকাশ করলেও তাদের ছবি ও নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন।
অভিযানে ঘটনাস্থল থেকে মোট ৬১ কপি বাংলাদেশি পাসপোর্ট, ৪৩ কপি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং ১ কপি মিয়ানমারের পাসপোর্টসহ বিভিন্ন দেশের মোট ২২১টি পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় বলেও জানান বিন জুসোহ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post