বিশ্বের অন্যান্য দেশের মতো সোমবার ঢাকাতেও ওমানের ৫৩তম জাতীয় দিবস পালিত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার আল বুলুশির তত্বাবধানে আয়োজিত কূটনৈতিক অভ্যর্থনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ওমানি রাষ্ট্রদূত তার স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও ওমানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
গাজায় নিরীহ মানুষের উপর ইসরাইলিদের নৃশংস হামলার নিন্দা জানিয়ে রাষ্ট্রদূত আল বালুশি বলেন, বাংলাদেশের সাথে অতি শীঘ্রই শ্রমশক্তি বিনিময়ে ২ টি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে ওমান। বলেন, ইতোমধ্যে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে একাধিক চুক্তি বাস্তবায়িত হয়েছে। তিনি ভবিষ্যতে বাংলাদেশের সাথে আরও বেশি কার্যকর সহযোগিতা বাস্তবায়নের দাবী জানান।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ওমানের সামগ্রিক উন্নয়নে প্রায় ৭ লাখ প্রবাসী বাংলাদেশি কাজ করে যাচ্ছে। এছাড়া দুই দেশ দীর্ঘদিন ধরে কৃষি, প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথভাবে কাজ করছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী এবং বিশিষ্টজনেরা অংশ নিয়ে ওমান-বাংলাদেশের পারস্পরিক সমৃদ্ধির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post