কুয়েত থেকে প্রবাসীর মরদেহ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগে টিকিটের মূল্য ছিল ২৫৫ দিনার, বর্তমানে যা কমিয়ে ১৭৫ দিনার করা হয়েছে। একইসঙ্গে কুয়েত থেকে চট্টগ্রাম ও সিলেটে একজন প্রবাসীর মরদেহ পাঠাতে টিকিটের মূল্য ছিল ২৭৫ দিনার, যা বর্তমানে ১৯০ দিনার করা হয়েছে।
কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আবুবকর সিদ্দিক বলেন, ‘এক সময় প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানো হতো। কিন্তু সেই সুবিধা বন্ধ হয়ে গেছে। এতে অনেকে অনুরোধ করেছিলেন ভাড়া কমানো যায় কি না। সেই মানবিক আবেদন বিবেচনা করে ভাড়া আগের চেয়ে অনেক কমানো হয়েছে।’
বলেন, ‘ভাড়া কমানোতে প্রবাসীরা উপকৃত হবেন। অনেক প্রবাসীর কুয়েতে কেউ নেই, যার কারণে মারা যাওয়ার পর বিমানের খরচ দিতে কষ্ট হয়ে যায়। সবদিক বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খরচটা কমিয়েছে, যা অন্য কোনো এয়ারলাইন্সে পাওয়া যাবে না।’
কুয়েত প্রবাসীরা জানান, সেখানে কম বেতনের কাজ করা সাধারণ প্রবাসী শ্রমিকের সংখ্যাই বেশি। কেউ মারা গেলে প্রবাসীদের কাছে ঘুরে ঘুরে চাঁদা তুলে মরদেহ দেশে পাঠাতে হয়। তারা বাংলাদেশ সরকার ও বিমান কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ বিনা খরচে প্রবাসীর মরদেহ বহনের দাবি জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post