মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধের পর পুনরায় ঢাকা থেকে দোহা রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দীর্ঘ ৫ মাস পর আগামী সোমবার (৩১ আগস্ট) থেকে ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে ইউএস- বাংলা কর্তৃপক্ষ।
ইউএস-বাংলা এয়ারলাইন্স’র মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন ঢাকা থেকে দোহায় ফের ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। বাংলাদেশ ও কাতার সরকারের সকল ধরনের স্বাস্থ্যবিধি ও নির্দেশনা অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
আরো পড়ুনঃ ওমানে বিমান ভাড়ার টাকা অফেরতযোগ্য
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে প্রতি সোমবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে। দোহা থেকে একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। ঢাকা-দোহা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট।
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় পরে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি। সম্প্রতি ঢাকা থেকে গুয়াংজু রুটে সপ্তাহে একটি ও কুয়ালালামপুর রুটে দু’টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে আটকে পরা প্রবাসী বাংলাদেশী এবং বিদেশিদের নিজ দেশে পৌঁছে দিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকা-দোহা-ঢাকা ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কাছের ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস্ কাউন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post