ইউরোপীয় ইউনিয়নে শ্রমিক ঘাটতি কমাতে বিদেশ থেকে দক্ষকর্মী আনার বিষয়ে কয়েকটি উদ্যোগ প্রস্তাব করেছে ইউরোপিয়ান কমিশন। এরমধ্যে চমকপ্রদ খবর হলো, শীঘ্রই কমিশন একটি জবপোর্টাল চালু করতে চাচ্ছে, যেখানে ইইউভুক্ত দেশগুলো তাদের প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক কর্মী পেতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
কমিশনের বিবেচনায় নির্মাণ, স্বাস্থ্য খাত এবং বৃদ্ধাশ্রমে কর্মী সংকট রয়েছে। অবশ্য ইউরোপীয় সংসদ এবং ইইউ জানিয়েছে, এ রকম পোর্টাল চালুর প্রস্তাব নিয়ে সমঝোতা এবং সেটা অনুমোদনের ব্যাপার রয়েছে।
কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, গতবছর ইইউতে ২.৯ শতাংশ নিয়োগ বিজ্ঞপ্তি দক্ষ কর্মীর অভাবে পূরণ করা যায়নি। দশ বছর আগের বিবেচনায় এই হার দ্বিগুণ। ইইউতে কর্মজীবীর সংখ্যা ২০৩০ সাল নাগাদ গতবছরের ২৬৫ মিলিয়ন থেকে কমে ২৫৮ মিলিয়ন হতে পারে। আর এই ঘাটতি কাটাতে গোটা বিশ্ব থেকেই কর্মী আনা প্রয়োজন হবে বলে মনে করে কমিশন।
ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটিস স্কিনাস বলেন, ‘বিশ্বব্যাপী দক্ষতা এখন অধিকার, ফলে ভবিষ্যতে ইইউর প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনা শিল্পক্ষেত্রে কর্মী নিয়োগের ক্ষমতার ওপর নির্ভর করবে’। মেধাবী কর্মী পেতে ইউরোপীয় ইউনিয়নকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে হচ্ছে বলেও মন্তব্য করেন স্কিনাস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post