ইউরোপ ট্যুরে গেলে লিস্টে থাকে ইতালির বিভিন্ন শহর। এবার সেখানেই পাকাপাকিভাবে বসতি স্থাপন করতে পারবেন। আর তার জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না। বরং, ওই শহরের প্রশাসনই আপনাকে দেবে প্রায় লক্ষাধিক টাকা।
ইতালির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত ছোট্ট শহর ক্যালাব্রিয়া। এখানে মাত্র ৩ হাজার মানুষের বাস। এই শহরে গিয়ে থাকলে সেখানকার প্রশাসন থেকে ২৮-৩০ হাজার ইউরো দেওয়া হবে আপনাকে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা।
ওই শহরের জনসংখ্যা বাড়াতেই ক্যালাব্রিয়ায় এসে পাঁকাপাঁকিভাবে বসতি স্থাপনের অনুরোধ জানাচ্ছে সেখানকার প্রশাসন। তবে এর জন্য আছে একটি শর্ত। সেখানে অবশ্যই আপনাকে একটি বাড়ি কিনতে হবে আবার আপনার বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। যিনি ক্যালাব্রিয়ায় থাকার জন্য আবেদন করবেন, অনুমোদনের ৯০ দিনের মধ্যে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
শহরের জনসংখ্যা বাড়াতে ও অর্থনীতিকে চাঙ্গা করতেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। যারা ক্যালাব্রিয়া নতুন জীবন শুরু করবেন, তাদের প্রশাসন থেকে সর্বোচ্চ তিন বছরের মধ্যে প্রায় ৩৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ক্যালাব্রিয়ার ৭৫ শতাংশেরও বেশি অঞ্চলে, ৩২০ সম্প্রদায়ের মানুষ বাস করেন। কিন্তু ২০২১-এর পরিসংখ্যান বলছে, এই অঞ্চলের জনসংখ্যা ৫,০০০-এরও কম। এই পরিস্থিতি ক্যালাব্রিয়ার প্রসাশনের কাছে উদ্বেগজনক। তাই শহরের হাল ফেরাতে এই উদ্যোগ নিয়েছে প্রসাশন। সমুদ্রের তীরে গড়ে ওঠা এই শহরে গিয়ে থাকলে এবং ব্যবসা শুরু করলেই মিলবে ৩৫ লাখ টাকা।
ক্যালাব্রিয়াতেই শুধু এমন অফার দেওয়া হচ্ছে, তা নয়। ইতালির দক্ষিণ প্রান্তে অবস্থিত প্রেসিস শহর। সেখানেও কেউ যদি তিন বছরের বেশি বাড়ি কিনে থাকেন, পেয়ে যাবেন প্রায় ৩০ হাজার ইউরো। যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা। ক্যালাব্রিয়ার মতো প্রেসিসে এসে বসবাসের জন্যও আছে কিছু শর্ত। বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। পাশাপাশি যিনি সেখানে বাড়ি কিনবেন, তা ১৯৯১ সালের আগে তৈরি হতে হবে ও ওই ব্যক্তিকে নতুন ব্যবসাও শুরু করতে হবে প্রেসিস শহরে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post